চুরি করে দাপট মারো, পুটি ছেড়ে বোয়াল ধরো।

লিখেছেন লিখেছেন মহসিন মাসরুর ১৭ জুন, ২০১৩, ১২:২১:২৭ রাত

বছর পাঁচেক আগে আমাদের বাড়িতে এক চাকর ছিল। সব ধরনের ছোটখাটো খরচ আমরা থাকে দিয়েই করাতাম। সে মোটামুটি সততার সাথে খরচ করতো আর গর্ব করে নিজে নিজের সততার প্রশংসা করতো। একদিন আব্বু বড় মামাকে ৭৫০০০ টাকা পাঠাবেন কিন্তু আমাদের ব্যস্ততায় কাকে দিয়ে পাঠাবেন খুজে পাচ্ছিলেন না। তখন ঐ চাকর এসে বলল 'আপনারা অতীত থেকে দেখেছেন যে আমাকে দিয়ে সব ধরনের কাজ সততার সাথে সম্পাদন করা সম্ভব।' আব্বুও তার একথা বিশ্বাস করে তাকে দিয়ে ৭৫০০০ টাকা পাঠিয়ে দিলেন। কিন্তু আজ দীর্ঘ ৫ বছর পরেও সে বড় মামার বাড়িতে গিয়ে পৌছায় নি।

চার সিটি নির্বাচনে ১৮ দলের প্রার্থী বিজয়ী হওয়ায় আমাদের হাসিনা বুবু গর্ব করে বলছেন 'নির্বাচন অবাধ সুষ্টু এবং নিরপেক্ষভাবে শেষ হয়েছে। এ সরকারের অধীনে সবধরনের নির্বাচন (টার্গেট জাতীয় নির্বাচন) সুষ্টুভাবে হওয়া সম্ভব।'

বুবু ভাবছেন পাবলিক আগের মত বোকা। তাই দু'একটা কাজ করিয়ে বিশ্বাস জন্মাতে পারলেই কেল্লাফতে। পুটি মাছ ছেড়ে দিয়ে যদি বোয়াল মাছ ধরা যায়, তাতে সমস্যা কোথায়? তিনি হয়তো জানেনই না যে আজকের পাবলিক আর মুজিবের আমলের পাবলিকের চিন্তাধারা এবং পর্যবেক্ষনে কিছুটা হলেও পার্থক্য আছে। ম্যাডাম পাবলিক কিন্তু ছাড় দিত রাজি নই। পুটি গেছে ভাল কথা এখনো বোয়ালও যাবে।

বিষয়: রাজনীতি

৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File